রশ্নি।বয়স ৫ বছর।অটিস্টিক বেবি।শুরুতে যে শিশুটি অস্থির ছিলো,চিৎকার চেচামেচি করতো,আই কন্টাক্ট কম ছিলো।আমাদের সেই শিশুটির এখন মনযোগ অনেক বৃদ্ধি পেয়েছে,আই কন্টাক্ট বেড়েছে,টেবিল সিটিং পজিশনে চলে আসছে,পয়েন্টিং করতে শিখেছে,অস্থিরতা অনেক কমে আসছে।আপনারা সবাই রশ্নির জন্য দোয়া করবেন।