আব্দুল্লাহ, বয়স-৪.জীবনের যুদ্ধ টা শুরু আর আগে থেকে —কতিপয় অসাধু ব্যবসায়ি কানে শোনার যন্ত্র গছিয়ে দিয়েছিল বিপুল অর্থ র বিনিময়ে —এভিটি থেরাপি ও নিয়ছিল সুনামধন্ন থেরাপিস্ট র কাছে। কিন্তু অসাধু র চক্র জালে আব্দুল্লার কোন উপকার ই হয়নি – হয়ছে সময় আর টাকা র ক্ষতি। তারপর আসা আমার কাছে- আমি অতি খুদ্র একজন মানুষ হিসেবে নিজের গণ্ডির মদ্ধে যেটুকু পেরেছি ওর মা —বাবা কে সঠিক পথ দেখিয়েছি —তার ফল সরুপ আজ আব্দুল্লাহর কক্লিয়ার ইমপ্লান্ট হয়ছে ঢাকা সি,এম,এইচ এ,এভিটি থেরাপি চলছে আমার মত খুদ্র মানুষের কাছে —ওর মুখের আধ আধ বুলি আমার সাফল্য।ধন্নবাদ ডক্টর দেলোয়ার আমার পাশে থাকার জন্য।আজ আব্দুল্লার জন্মদিন ও ছিল।


